চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসির আসার খবরে টিকিটের দাম বাড়ল ১৩ গুণ

KSRM

বিশ্বকে চমকে দিয়ে লিওনেল মেসি জানিয়েছেন, আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন। সেই খবরের প্রভাব পড়েছে টিকিটের বাজারে। মিয়ামির ম্যাচের টিকিটের দাম বেড়ে হয়েছে আকাশচুম্বী। বেড়েছে ১১ থেকে ১৩ গুণের বেশি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মিয়ামিতে অভিষেক হতে চলেছে ৩৫ বর্ষী মহাতারকার। সেই ম্যাচের টিকিটের দাম ২৯ ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৩০০ ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৩২ হাজার ৪১১ টাকা।

Bkash July

মজার বিষয় হল, বুধবার একদিনেই টিকিটের দাম বেড়েছে ১১ গুণেরও বেশি। অনলাইন মার্কেটপ্লেস টিকপিক বলছে, চাহিদার কারণে আরও বাড়তে পারে দাম। যেখানে আগে সবচেয়ে সস্তায় টিকিট পাওয়া যেত, তার দাম বেড়ে হাজার গুণও ছাড়াতে পারে।

আগামী ২৬ আগস্ট নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মিয়ামির টিকিটের দাম ইতিমধ্যেই বেড়ে ৩০ ডলার থেকে ৪০১ ডলার হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর এলএএফসির বিপক্ষে ম্যাচের টিকিটের দাম বেড়ে ৮১ থেকে ৪২২ ডলার হয়েছে।

Reneta June

মেসির আসার খবর ছড়িয়ে পড়ার কয়েকঘণ্টার মধ্যে ইন্টার মিয়ামি টিকিটের দাম সামগ্রিকভাবে এক হাজার শতাংশ বৃদ্ধির খবরও এসেছে। ক্লাবের গড় হোম ম্যাচের টিকিটের দাম ৫১৫ শতাংশ বেড়েছে, সিজনের শুরুতে ১৫২ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৩৫ ডলার। যা বাংলাদেশী মুদ্রায় সাড়ে ১৬ হাজার থেকে ১ লাখ ১ হাজার টাকা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View