এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিপিএল শুরুর আগে সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে। মালিকানা পরিবর্তন থেকে শুরু করে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন। যদিও পরে বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয়। সব ছাপিয়ে মাঠের খেলায় দারুণ ধারাবাহিক দলটি। ৭ ম্যাচে ৫ জয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। দলের এমন সাফল্য পেছনে কোনো ম্যাজিক দেখছেন না কোচ মিজানুর রহমান বাবুল। বরং সব কৃতিত্ব দলের ক্রিকেটারদের দিলেন তিনি।
বুধবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে অনুশীলন সেরেছে চট্টগ্রাম রয়্যালস। পরে সংবাদ সম্মেলনে এসে মিজানুর রহমান জানান, মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্সই দলের সাফল্যের মূল চাবিকাঠি।
বলেছেন, ‘নাটের গুরু বা কোনো ম্যাজিক, এসব কিছুই নয়। খেলোয়াড়রাই ভালো ক্রিকেট খেলছে। সবচেয়ে বড় কৃতিত্বটা আমি খেলোয়াড়দেরই দেব, কারণ তারাই সেরা পারফরম্যান্স দিচ্ছে। শুরুতেই আমাদের বোলিং ইউনিট খুব ভালো ছিল, টপঅর্ডাররাও ভালো করছে। সেই জায়গাটাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। এখনো তারা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’
চট্টগ্রামের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ওপেনার অ্যাডাম রসিংটন। আঙ্গুলের চোটের কারণে বিপিএল ছাড়তে হয়েছে তাকে। মিজানুর জানালেন তার অভাব অনুভব করবেন তারা। বলেছেন, ‘আমরা একজন খেলোয়াড়কে মিস করব, রসিংটনকে। সে আমাদের দলের হয়ে এখানে খুব ভালো ক্রিকেট খেলেছে। তার জায়গায় আমরা মোহাম্মদ হারিসকে নিয়েছি। আশা করছি, সে তার জায়গাটা যথাযথভাবে পূরণ করতে পারবে।’
অধিনায়ক শেখ মেহেদীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘শেখ মেহেদীর সঙ্গে এই প্রথম এত কাছ থেকে কাজ করার সুযোগ হচ্ছে। অধিনায়ক ও কোচের মধ্যে যে সমন্বয়টা প্রয়োজন, সেটা আমাদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে। তার ভেতরে জয়ের প্রবল ইচ্ছা রয়েছে। তার মধ্যে কিছুটা আগ্রাসী মানসিকতা আছে, তবে সেটি পারফরম্যান্সের জন্য বেশ সহায়ক। বল হাতে নিলে সে উইকেট নিতে চায়, ব্যাট হাতে নিলে তার ছোট ছোট অবদানগুলো টি-টুয়েন্টি ক্রিকেটে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন অধিনায়ক হিসেবে তার বোলিং ব্যবস্থাপনা আমাকে বেশ মুগ্ধ করেছে।’









