নরসিংদীর রায়পুরার একটি বেসরকারি বিদ্যালয়ে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারের কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার পলাশতলী বাজার এলাকায় বেসরকারি কে.এস.এ পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে।
স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে স্থায়ী শহীদ মিনার না থাকায় শহীদদের স্মরণ করতে কলাগাছ দিয়ে অস্থায়ী ভাবে নির্মাণ করা হয় শহীদ মিনার। সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতায় শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
শহীদ মিনার নির্মাণ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাসায় চলে যায় রাতে। মঙ্গলবার ভোরে প্রভাত ফেরীতে এসে নির্মাণ করা শহীদ মিনারটির বেশকিছু অংশ ভাঙ্গা অবস্থায় দেখতে পায় তারা।

এই ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার দাবী করেছেন সবাই।