এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২১ সালে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। সবশেষ গত মে মাসে পাকিস্তানে মুখোমুখি হয়েছিল দুদল, সেখানেও একই ফল। প্রায় ৯ বছর ধরেই মূল দলের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে কোনো জয় দেখেনি বাংলাদেশ। ৯ বছরের খরা কাটাতে মিরপুরে নিজেদের সেরাটা দিতে চায় টিম টাইগার্স।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটাও বেশ নাজুক।এখন পর্যন্ত সব মিলিয়ে তাদের বিপক্ষে ২২ ম্যাচে জয় মাত্র ৩টি। এর মধ্যে একটি আবার ২০২৩ সালের এশিয়ান গেমসে। যেখানে কোনো দেশের মূল দল খেলেনি। মূল দলের লড়াইয়ে সবশেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটিও জয় নেই। দলটির বিপক্ষে নতুন সিরিজে নামার আগে তাই অতীত নিয়ে ভাবতে চাচ্ছেন না বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। নিজেদের সেরাটা দিয়ে পরিসংখ্যান বদলাতে চান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানালেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেয়া তাদের লক্ষ্য।
বলেছেন, ‘আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই বদলে যাবে।’
লঙ্কানদের বিপক্ষে সম্প্রতি সিরিজ জিতেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে টানা সিরিজ জয়ের তেমন রেকর্ড নেই বাংলাদেশের। এখন পর্যন্ত মাত্র দুবার টানা একাধিক সিরিজ জিতেছে তারা। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। ২০২২-২৩ সালে হারায় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে। তবে লিটন জানালেন, ভালো ক্রিকেট খেলে টানা একাধিক সিরিজ জিততে চান তারা।
বলেছেন, ‘শুধু দুটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে, একই লক্ষ্য থাকবে, সিরিজ জেতার। বাট নির্দিষ্ট ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা অতীত। এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।’
আগামী আগস্টে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। সিরিজ স্থগিত হওয়ায়, এশিয়া কাপের আগে এটি বাংলাদেশের শেষ সিরিজ। তাই দল গুছিয়ে নেওয়ারও শেষ সুযোগ এটি। লিটন জানালেন, কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তারা। বলেছেন, ‘নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কন্ডিশনের ওপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের দলের যে বেঞ্চের শক্তি আছে, সবাই খেলার মতো সামর্থ্যবান। আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব, কোন সময় কাকে খেলানো যায়। আমরা সেভাবেই চেষ্টা করব।’
এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মিরপুরে আত্মবিশ্বাসটা ধরে রাখতে চান লিটন। বলেছেন, ‘শ্রীলঙ্কায়একটা ভালো সিরিজ গেছে পুরো দলের। আমরা চেষ্টা করব সেই আত্মবিশ্বাস যেন ধরে রাখতে পারি মিরপুরেও। এরপর আমাদের হাতে সময় থাকবে। আবার ক্যাম্প করব, পরবর্তী সিরিজ খেলব। আলাদা একটা পরিকল্পনা থাকবে। অবশ্যই পরিকল্পনা তো আছেই যে বিশ্বকাপ আছে, বড় টুর্নামেন্ট। এর আগে এশিয়া কাপ আছে। তবে এর আগে কিছু জিনিস যে… আপনি এক সঙ্গে তো ১০ ধাপ এগোতে পারবেন না। এক-দুই-তিন করে এগোতে হবে। সেই ধাপগুলো হচ্ছে এই জায়গা। আমরা চেষ্টা করব ওই ধাপগুলো পূরণ করতে।’








