এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষে থাকা রবীন্দ্র জাদেজার ব্যবধান এখন মাত্র ৭৩ রেটিং পয়েন্ট।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। ২৭ বর্ষী তারকা পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার তারকা মার্কো জানসেনকে। তালিকায় পাঁচ নম্বরে আছেন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ না খেলা সাকিব আল হাসান।
আইসিসির মাসসেরা তালিকায় থাকা মিরাজের এখন ৩২৭ রেটিং পয়েন্ট, টেস্টে এটি তার ক্যারিয়ারের সেরা অর্জন। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪০০।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন তিনি। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দারুণ করেন মিরাজ। ব্যাট হাতে সাত নম্বরে নেমে তুলে নেন মূল্যবান শতক। আর বল হাতে নিয়ন্ত্রণ করেন ম্যাচের ভাগ্য। ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনেই জেতান সেই টেস্ট ম্যাচটি।
শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন আট ধাপ, এখন তার অবস্থান ৫৫ নম্বরে। বোলারদের তালিকাতে দুই ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে।
বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলিং র্যাঙ্কিংয়ে তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে এখন ১৬তম, নাইম হাসান ছয় ধাপ এগিয়ে ৫৪তম স্থানে রয়েছেন।








