চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘স্বাস্থ্য কমপ্লেক্সে পানিবন্দী মানুষদেরও আশ্রয় দেওয়া হয়েছে’

বন্যায় সিলেটের পানি উঠে যাওয়া ৮টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাশাপাশি পানিবন্দী মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক।

তিনি সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব হাসপাতাল বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি নির্ণয় করা হচ্ছে। খুব দ্রুত এসব হাসপাতালকে স্বাস্থ্যসেবা দেওয়ার উপযোগী করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সহ সিলেটের প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সকালে হেলিকপ্টারে সিলেটে পৌছে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন।