কয়েকদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলের বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে কাইল জেমিসনকে রেখেছিল। হ্যামস্ট্রিং চোটে পড়েছেন স্কোয়াডের পেসার অ্যাডাম মিলনে। পরিবর্তে সেই জেমিসনকে অন্তর্ভুক্ত করতে হল কিউইদের।
গত রোববার সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলতে নেমে এমআই কেপ টাউনের বিপক্ষে প্রথম ওভারে চোট পান মিলনে। পরে স্ক্যানে চোটের মাত্রা স্পষ্ট হয়ে ওঠে। আসরে ১৬.২৭ গড়ে ১১ উইকেট নিয়েছেন এবং ইকোনমি রেট ৭.৬১।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আমরা সবাই অ্যাডামের জন্য দুঃখিত। আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে অনেক পরিশ্রম করেছিল এবং ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আট খেলায় তার পারফরম্যান্সের সেরাটা ফিরে পাচ্ছিল। মিলনের জন্য এটি দুর্ভাগ্যজনক সময় এবং আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’
বর্তমানে ভারতের বিপক্ষে সিরিজ খেলছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা জেমিসন। বিশ্বকাপে ঘোষিত দলে ৩১ জানুয়ারি পর্যন্ত অবাধে পরিবর্তন আনা যাবে। এরপর বিশ্বকাপ দলে কোন পরিবর্তন আনতে আইসিসির অনুমোদন দরকার হবে।








