টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করেছিলেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। যার জেরে শাস্তি পেলেন।
শুক্রবার সেন্ট লুসিয়ায় সাউথ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারে আচরণবিধি ভাঙেন মিলার। ইংলিশ পেসার স্যাম কারেনের একটি ফুল টস ডেলিভারি ‘নো’ বলের আবেদন করেন। আম্পায়ার ‘নো’ বল না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং রিভিউ নিতে ইঙ্গিত দেন। ওই ঘটনায় তাকে শাস্তি দিয়েছে আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য কোনো অর্থ জরিমানা করা হয়নি মিলারকে। আইসিসির আচরণবিধির ‘লেভেল ১’ ভঙ্গ করায় আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মিলার অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।








