এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
আজ (২৮ জুলাই) সোমবার বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটি প্রাঙ্গণে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশ বিমানবাহিনী।
এই প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিমানবাহিনী জানায়, ঢাকায় বিমানঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় জঙ্গি বিমানঘাঁটি রাখা অত্যন্ত জরুরি।
বিমানবাহিনীর ডিরেক্টর অপারেশন এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং চীনের একটি বিশেষজ্ঞ দল শিগগিরই এ বিষয়ে তদন্তে অংশ নেবে।
প্রেস ব্রিফিংয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম খান জানান, স্কুলটি নির্মাণে রাজউকের সব নিয়ম-কানুন মেনে চলা হয়েছে। এই দুর্ঘটনায় আমরা শোকাহত, তবে প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় নিয়ম মেনেই কাজ করে এসেছি।
দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তদন্ত রিপোর্টের আগে এই ঘটনায় কোনো চূড়ান্ত মন্তব্য না করার আহ্বান জানায় বিমানবাহিনী।








