ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মার্কেটের তরুণ ব্যবসায়ী সাকির হোসেন সৌরভ রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন। ব্যাগ ভর্তি কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে মালিকের খোঁজে তিনি মাইকিং করে প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন।
শনিবার সকাল থেকে মাইকিং আর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ ব্যবসায়ী সৌরভ। তার বাড়ি ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লায়।
সৌরভ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে তিনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি তুলে দেখেন সেখানে প্র্রায় ৫ লাখ টাকা। বাবা ছোটবেলা শিখিয়েছেন, মানুষের জিনিস বা রাস্তায় পড়ে থাকা কোনকিছু হাত না দেওয়া। আমি কুড়িয়ে পাওয়া টাকার মালিকের সন্ধানে প্রচারণা চালিয়ে যাচ্ছি। তবে মাইকিং শুনে অনেকে আমাকে ফোন দিলেও প্রকৃত মালিকের খোঁজ মিলেনি।
ব্যগ পাওয়ার ২৪ ঘন্টা পার হলেও পাওয়া যায়নি সেই টাকার মালিক। মাইকিং বের হবার পর থেকেই জেলাজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌরভ।

শ্রমিক নেতা খায়রুল আলম জানান, সকালে বাসা থেকে বের হয়ে শুনি কুড়িয়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং।
এই বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও আমাদের কাছে কোনো জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনি আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই অভিনব ঘটনাটি প্রশংসনীয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও শাহারিয়ার বলেন, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
বিজ্ঞাপন