টেক জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে অনৈতিক উপায়ে শিশুদের সকল তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। এক্সবক্স গেমিং কনসোলের মাধ্যমে এই তথ্য নেয়া হতো বলে জানা গেছে। অভিযোগ নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে মাইক্রোসফটকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৫ জুন) এক বিবৃতিতে এই জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন ফেডারেল ট্রেডরড কমিশন (এফটিসি)।
মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি মার্কিন লড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ) লঙ্ঘন করে শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করেছে। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।
মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বলছে, মাইক্রোসফটকে তাদের এক্সবক্স সিস্টেম শিশু ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করতে হবে। সিওপিপিএ আইনের অধীনে মাইক্রোসফটকে নিজেদের গেমিং মডেল সাজাতে হবে।
এফটিসি’র ব্যুরো অব কনজিউমার প্রোটেকশনের পরিচালক স্যামুয়েল লেভিন বলেছেন, ‘আমাদের মাইক্রোসফটের বিরুদ্ধে এই অভিযোগ আগামীতে তাদের শিশুদের প্রতি সদয় হতে সাহায্য করবে, পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক করবে।’
তিনি বলেন, আইন অনুযায়ী ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত অনলাইন পরিষেবা এবং ওয়েবসাইটগুলোকে তাদের সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য সম্পর্কে আগে অভিভাবকদের অবহিত করতে হবে। শিশুদের কাছ থেকে সংগৃহীত কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করার আগে পিতামাতার যাচাইযোগ্য সম্মতি নেয়া প্রয়োজন।







