মেট্রোরেলের প্রথম দিনে উচ্ছ্বাসের পাশাপাশি কারিগরি জটিলতা
মেট্রোরেলের প্রথম দিনে উচ্ছ্বাসের পাশাপাশি কারিগরি জটিলতামেট্রোরেলের প্রথম দিনে সাধারণ মানুষের উচ্ছ্বাস আর আনন্দের পাশাপাশি পোহাতে হয়েছে টিকিট কাটা নিয়ে কারিগরি জটিলতার ভোগান্তিও। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে অপেক্ষার পরও টিকিট কাটতে না পেরে প্রথম দিনেই মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে পারেননি অনেকে। শিগগিরই কারিগরি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।