এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের গার্ডার পড়ে একজন পথচারীর মৃত্যুর ঘটনায় নকশাগত ত্রুটিকেই দায়ী করেছে প্রাথমিক তদন্ত। দুর্ঘটনার পেছনে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ১ জানুয়ারি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে যাওয়ার কারণেই গার্ডারটি নিচে পড়ে যায়। তবে বর্তমানে মেট্রোরেল চলাচলে কোনো ধরনের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
গত বছরের ২৬ অক্টোবর ফার্মগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গার্ডার পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম (৩৫)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা ছিলেন।
ঘটনার পর সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে ওই কমিটির প্রধান করা হয়।









