চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আবারও কর্মী ছাটাইয়ের পরিকল্পনায় মেটা

ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা তাদের প্রতিষ্ঠানে আরেক দফা কর্মী ছাটাইয়ের পরিকল্পনা করছে এবং এই সপ্তাহেই তারা হাজার হাজার কর্মচারীকে ছাটাই করতে যাচ্ছে।

এনডিটিভি একটি প্রতিবেদনে একথা জানিয়েছে।

Bkash July

বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং এই কোম্পানিটি প্রথম রাউন্ডে বেশ বড় আকারে এগার হাজার কর্মীকে ছাটাই করে।

এবছর ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, প্রতিষ্ঠানটিকে সঠিক আকৃতি দেয়ার জন্য কর্মী ছাটায় করা একটি পদক্ষেপ যা এখনও বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে হাজার হাজার কর্মী প্রভাবিত হতে পারে।

Reneta June

সংশ্লিষ্টরা জানায় মেটা একসময় বিজ্ঞাপনের আয়ের মন্দা দেখেছে। এখন প্রতিষ্ঠানটি মেটাভার্স নামক একটি ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে তাদের ফোকাস স্থানান্তরিত করেছে, তাই তারা পুরাতন কর্মীদের তালিকা তৈরি করছে, যাদের ছাটাই করা যেতে পারে।

যারা মেটার এই পরিকল্পনায় কাজ করছেন তাদের ধারনা, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তার তৃতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে মেটা পুরোপুরি প্রস্তুত থাকবে।

মেটার প্রথম কর্মী ছাটাই কার্যক্রম সবার জন্যই আশ্চর্যজনক ছিল। তবে দ্বিতীয় বারে অর্থাৎ এবারের ছাটাই কার্যক্রম কর্মীদের জন্য অনেকটায় প্রত্যাশিত।

মার্ক জুকারবার্গ ২০২৩ সালকে মেটার জন্য দক্ষতার বছর হিসাবে ঘোষণা করেন এবং সেই অনুযায়ী কর্মীদের পরিমানের চেয়ে কর্মদক্ষতা বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছেন।

তবে সম্প্রতি কোম্পানির এমন সিদ্ধান্তের বিপরীতে মেটার কর্মীরা নানা ধরণের উদ্বেগ এবং নিম্ন মনোবলের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকেই তাদের চলতি মাসের বোনাস পাবার আগেই তাদের চাকরি হারাবার ভয় করছেন।

Labaid
BSH
Bellow Post-Green View