চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘মেসির বিপক্ষে খেলতে পারাও আনন্দের’

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী হয়ে খেলতে পারাকে আনন্দের বলছেন লিগ ওয়ানের দল তালাওয়াসের ডিফেন্ডার গ্যাব্রিয়েল সুয়াজো। শনিবার টেবিলের ১২ নং দল তালাওয়াস মুখোমুখি হয় শীর্ষে থাকা প্যারিস সেন্ট জার্মেই’র। মেসির দল ২-১ জয়ী হয়।

প্রথম গোল করা হাকিমীর বাড়ানো বল ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। পয়েন্ট ভাগাভাগির আশায় থাকা সুয়াজোরা আর গোল দিতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে জায়ান্টরা।

Bkash July

‘অবশ্যই, মাঠে আপনি গুরুত্বপূর্ণ একজন হতে চাইবেন, দলের জয়ে আপনাকে আরও ভালো ভূমিকা রাখতে হবে। কিন্তু যখন লিও আপনার সামনে সেটা সবসময়ই আনন্দদায়ক এবং তার বিরুদ্ধে খেলতে পারাও গর্বের।’ ডিফেন্ডার অবলীলায় তার অভিব্যক্তি প্রকাশ করেন।

মেসির প্রশংসা করে এই খেলোয়াড় বলেন, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং তার মধ্যে সেসব বৈশিষ্ট্য বিদ্যমান। দুর্ভাগ্যবশত, তার গোলটির জন্য আমরা পয়েন্ট বঞ্চিত হয়েছি। আমরা খেলায় ড্র করার কিছু সুযোগ পেয়েছিলাম। কিন্তু তার মতো খেলোয়াড়েরা হঠাৎ শটে বা ছোট ছোট পাসে ম্যাচের ভাগ্য বদলে দিবে যা হয়তো আশাও করেননি।’

Labaid
BSH
Bellow Post-Green View