প্রায় দুই বছর পর মুখোমুখি হচ্ছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মহারথীর সেই লড়াইয়ের একটি বিশেষ টিকিটের দাম ছাড়িয়ে গেছে ২৭ কোটি টাকা।
১৯ জানুয়ারি সৌদি আরবের কিং আল ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সৌদি ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল। যার অধিনায়ক হিসেবে মধ্যপ্রাচ্যের মাটিতে অভিষেক হচ্ছে আল নাসেরে নাম লেখানো পর্তুগিজ মহাতারকার। অন্যদিকে পিএসজির জার্সিতে থাকছেন মেসি। নেইমার-এমবাপেও থাকছেন।
হতে পারে ম্যাচটি দুই মহারথীর শেষ মুখোমুখি লড়াই। ম্যাচে গ্যালারিতে দর্শক আসন যে ফাঁকা থাকবে না তা বলেই দেয়া যায়! রিয়াদের স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার দর্শকের। এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে আসন বরাদ্দ। অনলাইনে ম্যাচের টিকিট পেতে আবেদন করেছিলেন প্রায় ২০ লাখ ফুটবলপ্রেমী।
ম্যাচের একটি বিশেষ টিকিটের নিলামে দাম উঠেছে ২.৬ মিলিয়ন ডলার বা ২৭ কোটি ৯ লাখ টাকা। মুশরাফ আল ঘামদি নামের এক সৌদি ব্যবসায়ী এমন দাম হাঁকিয়েছেন। মঙ্গলবার নিলামের শেষদিন ছিল, তাতে ধরে নেয়া হচ্ছে টিকিটটি তিনিই পাচ্ছেন।

২৭ কোটি মূল্যের টিকিটে রয়েছে কিছু বিশেষ সুবিধাও। টিকিটধারী পারবেন মেসি, রোনালদো, নেইমার ও এমবাপের সঙ্গে দেখা করতে। অংশ নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে। ম্যাচ দেখতে পারবেন তুর্কি আল-শেখের সঙ্গে ভিআইপি আসনে বসে। গালা লাঞ্চের পাশাপাশি পাবেন ড্রেসিংরুমে যাওয়ার সুযোগও। ট্রফি স্পর্শ করার পাশাপাশি ছবি তুলতে পারবেন বিজয়ীদলের সঙ্গে।