চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসির থেকে রোনালদো ‘আলোকবর্ষ’ দূরে

KSRM

গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আলোচনায় আছে আগামী মৌসুমে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী আল হিলালে যোগ দিতে পারেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। আর তাতেই মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে সৌদি ফুটবলেও শুরু হয়েছে নানা আলোচনা। এসবের মধ্যে রোনালদোর সঙ্গে মেসির তুলনা করে বলেছেন মেসির থেকে রোনালদো ‘আলোকবর্ষ’ দূরে বলে মন্তব্য করেছেন সাবেক আল হিলাল কোচ এমিলিয়ানো ডিয়াজ।

‘তিন মাসও হয়নি আমরা রোনালদোর মুখোমুখি হয়েছিলাম। বিশ্বকাপে আমি লিওকেও দেখতে গিয়েছিলাম। তুলনা করলে মেসির থেকে রোনালদো আলোকবর্ষ দূরে। পরিসংখ্যান তার পক্ষে, সে দুর্দান্ত। কিন্তু লিওর মানের স্তরে কোনো তুলনা নেই।’

Bkash July

গত বছরের শেষ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো। ক্লাবটির হয়ে ১৪টি গোল ও দুই অ্যাসিস্টে মৌসুম শেষ করেছেন পর্তুগিজ এই মহাতারকা।

প্রতিযোগিতায় ১৯ ম্যাচের মধ্যে ১১টিতে গোল করতে পারেননি ৩৮ বর্ষী রোনালদো। কিংস কাপ, সুপার কাপের সেমিফাইনালে হারের পর প্রো লিগে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে আল নাসের।

Reneta June

মৌসুমে আল হিলালের সহকারী কোচ হিসেবে রোনালদোর মুখোমুখি হয়েছিলেন ডিয়াজ। গত ছয় মাসে রোনালদোর পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেছেন, ‘তার খুব কঠিন সময় ছিল। আমরা (আল হিলাল) তার মুখোমুখি হয়েছিলাম এবং ভালো সময় কাটিয়েছি। বড় ক্লাবের সঙ্গে সে কোনো পার্থক্য তৈরি করতে পারেনি। ছোট ক্লাবের বিপক্ষে তিন বা চারটি গোল করেছেন।’

‘আমি দেখেছি, এখানেও তাকে নিয়ে কথা হচ্ছে। সে কিংস কাপ হেরেছে, সুপার কাপ এবং টুর্নামেন্ট হেরেছে। এশিয়ায় সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View