মাস তিনেক আগে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করে রেকর্ডে নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ইরানের আলী দাইকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে পৌঁছান ৩৭ বর্ষী মেসি। সেটি আরও সমৃদ্ধ করলেন বিশ্বজয়ী মাহাতারকা।
বুয়েন্স আয়ার্সে বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক ও সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছেন মেসি। অন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন ১১২।
তালিকায় তিনে থাকা আলী দাই ১৪৮ ম্যাচ খেলে ১০৮ গোল করেছেন। ইরান জার্সিতে সর্বশেষ ম্যাচ তিনি খেলেছেন ২০০৬ সালে। আর শীর্ষে থাকা মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ৩৯ বর্ষী ক্রিস্টিয়ানো রোনালদো এখনও মাঠ মাতিয়ে চলেছেন পর্তুগাল জার্সিতে। তিনি ২১৬ ম্যাচে করেছেন ১৩৩ গোল।







