চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মেসি-রামোসের বিদায়ী ম্যাচে হারলো পিএসজি

মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত হওয়ার একদিন পরই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন সার্জিও রামোস। ক্লারেমন্টের বিপক্ষে ছিল দুইজনেরই শেষ ম্যাচ। প্যারিসের ক্লাবটির হয়ে বিদায়ী ম্যাচটিতে পরাজয় মেনে নিতে হয়েছে মেসি-রামোসদের। হেরেছে ৩-২ গোলে।

পার্ক ডে প্রিন্সেসে ক্লারেমন্টের হয়ে গোল তিনটি করেছেন জন গাস্টিয়ান, গিফানি ও গ্রেজন কাই। পিএসজির হয়ে গোল করেছেন সার্জিও রামোস ও এমবাপে। একম্যাচ আগেই লিগ শিরোপা নিশ্চিত হওয়াতে হারে খুব একটা ক্ষতি হয়নি ফরাসি জায়ান্টদের। ৮৫ পয়েন্ট নিয়ে শেষ করেছে লিগ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচে প্যারিসের দলটির কারোর জার্সির পেছনে ছিল না নিজের নাম। সবার জার্সিতে লেখা ছিল দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়া স্প্যানিশ গোলরক্ষক সের্হিও রিকোর নাম ও নাম্বার ১৬।

বিদায়ী ম্যাচে তিন সন্তানকে নিয়েই মাঠে নামেন মেসি। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ম্যাচ। শুরুতেই জালের দেখা পায় ক্লারেমন্ট। ৭ মিনিটে কাই পিএসজির জালে বল পাঠালেও সে যাত্রায় রক্ষা মেলে স্বাগতিকদের। অফসাইডের কারণে বাতিল হয় গোল।

১৬ মিনিটে লিড পায় পিএসজি। ভিতিনহার পাস থেকে গোল করেন সার্জিও রামোস। ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। তিন মিনিট পর গোল শোধ করে ক্লারেমন্ট। গোল করেন জন গাস্টিয়ান।

৩৭ মিনিটে পেনাল্টি মিস করে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন গ্রেজন কাই। যদিও সমতায় ফিরতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি সফরকারী দলটির। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে সমতায় ফেরান জিফানি। ২-২ সমতায় শেষ হয় প্রথামার্ধ।

বিরতির পর স্বাগতিকদের ভালোই নাচিয়েছে ক্লারেমন্ট। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল দলটি। ৬৭ মিনিটে লিড পায় সফরকারী দল। পেনাল্টি মিস গ্রেজন গোল করে ক্লারেমন্টকে এগিয়ে নেন ৬৩ মিনিটে।

এরপর দুই দলই লড়তে থাকে সমান তালে। তবে গোল আদায়ে ছিল ব্যর্থ। শেষ অবধি পিএসজি পরাজিত হয় ৩-২ গোলে।