চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমবাপেকে নিয়ে ‘দারুণ কিছু’ করতে চান মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে মাঠ ছেড়েছে পিএসজি। এবার বায়ার্নের মাঠে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে লিওনেল মেসি-কাইলিয়ান এমবাপেদের। কঠিন হলেও ফরাসি তারকাকে নিয়ে জয়ের স্বপ্নই বুনছেন আর্জেন্টাইন মহাতারকা।

বায়ার্ন ম্যাচের আগে পিএসজির চ্যানেলে সাক্ষাৎকারে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেছেন জয়ের বিশ্বাসের কথাই। আশা শিরোপার লড়াইয়ে টিকে থাকবে ফরাসি ক্লাবটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘আমরা শিরোপার জন্য লড়ছি। মনে করি মার্শেইয়ের বিপক্ষে শেষ ম্যাচে আমরা উন্নতি করেছি। এই জয়ে মানসিকভাবে আমরা আরও শক্তিশালী হয়েছি। আশা করি বায়ার্নের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারব। এটাই এখন সবার লক্ষ্য। তবে এটাও সত্য যে, আমরা মিউনিখে যাচ্ছি, তাই প্রথম ম্যাচের মতোই ম্যাচটি কঠিন হতে চলেছে। বিশেষ করে তাদের স্টেডিয়ামে জেতা খুবই কঠিন।’

‘আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাক করতে পারি, তাহলে সবকিছু ঘুরিয়ে দেয়া সম্ভব। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে এগিয়ে যেতে চাই। এরজন্য আমাদের যা করা দরকার, সেটাই চেষ্টা করব। কেননা আমরা শিরোপার জন্যই লড়ছি।’

এদিকে চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ছিটকে গেছেন পুরো মৌসুম থেকেই। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে নিতে চান আর্জেন্টাইন মহাতারকা। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপেকে নিয়ে পিএসজির জন্য ‘দারুণ কিছু’ করতে চান বিশ্বকাপজয়ী মেসি।

২৪ বর্ষী এমবাপেকে নিয়ে মেসি বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সত্যিই শ্বাসরুদ্ধকর ছিল। ম্যাচের পুরো সময়টা ছিল পাগলাটে। এমবাপে অবিশ্বাস্য তিনটি গোল করেছিলেন। এমন দুর্দান্ত গোলের পরও ম্যাচটি জিততে না পারাটা পাগলাটে ম্যাচ ছাড়া আর কী? তবে এমবাপে ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছেন। তিনি জানেন বিশ্বচ্যাম্পিয়ন হতে কেমন লাগে। তবে এটি সঠিক যে, ফুটবল বিশ্বের জন্য একটি দুর্দান্ত ফাইনাল ছিল। সেই এমবাপেকে নিয়ে একসঙ্গে খেলতে পারাটা আসলে আমার জন্য দারুণ ব্যাপার। আশা করি প্যারিসে আমরা দারুণকিছু করতে পারব।’