এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আড়াই বছর ধরে ইন্টার মিয়ামিতে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ীর পায়ের জাদুতে নিজেদের ইতিহাসে প্রথম কোন শিরোপা জিতেছে ক্লাবটি। সামনেই মেসির চুক্তির মেয়াদ শেষ হবে, তার আগে বড় পরিকল্পনা সাজাচ্ছে মিয়ামি, মহাতারকার সাথে বহু বছরের চুক্তির পথে হাঁটছে মেজর লিগ সকারের দলটি।
ইএসপিএন জানাচ্ছে, বিশ্বকাপজয়ীর সাথে ইন্টার মিয়ামি নতুন চুক্তি করবে, বহু বছরের সেই চুক্তি চূড়ান্ত করার বিষয়টি প্রায় নিশ্চিত। মাত্র কয়েকটি বিষয় চুক্তিভুক্ত করা বাকি, সেটি সম্পন্ন হলেই আনুষ্ঠানিকতা দেখা যাবে। দুপক্ষ আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে চুক্তি ঠিক কত বছরের হতে পারে সেটি প্রতিবেদনে আসেনি।
মেসি এবং ইন্টার মিয়ামি চুক্তিবদ্ধ হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য মেজর লিগ সকারে পাঠানো হবে। মেসির সাথে অন্য ক্লাবের যোগাযোগ হলেও মিয়ামি এবং আর্জেন্টাইন কিংবদন্তি মাঠে ও মাঠের বাইরে সম্পর্ক দীর্ঘ করতে আগ্রহী।
ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাশ বলেছেন, ‘মেসি এখানেই চুক্তি নবায়ন করে এখান থেকেই যেন অবসর নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য ক্লাবটি তার ক্ষমতায় যা আছে সবকিছু করবে।’
মেসি মিয়ামির সাথে ২০২৩ সালে ১৫ জুলাই চুক্তিবদ্ধ হন। অভিষেকের কয়েক সপ্তাহ পরই ক্লাবটিকে ২০২৩ সালের লিগস কাপে শিরোপা এনে দেন। মেসি আসার পর মিয়ামি এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের লিগ রেকর্ডও গড়েছে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডও জিতেছেন মেসিরা।
২০২৫ সালে মিয়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে মেসি গোল করেছেন ২৮টি এবং করিয়েছেন ১৪টি। তিনি এখন ক্লাবটির শীর্ষ গোলদাতাও।







