চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘স্বল্প প্রত্যাশার’ লিগে মেসিকে শুভ কামনা বার্সার

লিওনেল মেসিকে ফেরানোর চেষ্টা করে সফল হয়নি বার্সা। বিশ্বকাপজয়ী মহাতারকা যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। কিংবদন্তিকে ন্যু ক্যাম্পে ফেরাতে না পারলেও মেজর লিগ সকারকে ‘খোঁচা’ দিয়ে মেসিকে শুভ কামনাই জানিয়েছে সাবেক ক্লাব বার্সা।

স্পেনের দুই ক্রীড়া পত্রিকা মুন্ডো দেপোর্তিভো ও স্পোর্তকে বুধবার রাতে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। নিশ্চিত করেছেন ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার বিষয়টি। সেই খবরের পর বিবৃতি দিয়েছে বার্সেলোনা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘সোমবার, গত ৫ জুন মেসির বাবা ও তার প্রতিনিধি হোর্হে মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে জানিয়েছিলেন, তিনি (মেসি) ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বার্সেলোনা ও মেসি উভয়েরই চাওয়া ছিল, আবারও বার্সায় ফেরার বিষয়ে। বার্সা থেকে মেসিকে প্রস্তাব দেয়া হয়েছিল।’

‘সাম্প্রতিক বছরগুলোতে যে চাপের মধ্য দিয়ে মেসি গেছেন, এরচেয়ে স্বল্প প্রত্যাশার লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি উপলব্ধি করতে পারছেন এবং সম্মানও করছেন।’

মেসিকে বার্সেলোনা সমর্থকদের থেকে উপযুক্ত একটি বিদায়ী আয়োজনের জন্য মেসির বাবা হোর্হে মেসি এবং ক্লাব সভাপতি লাপোর্তা একসঙ্গে কাজ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বার্সেলোনার বিবৃতিতে মেসিকে ফেরাতে প্রস্তাব দেয়ার কথা উল্লেখ করলেও আনুষ্ঠানিক কোনো প্রস্তাবই নাকি পাননি মেসি। এ প্রসঙ্গে ৩৫ বর্ষী মহাতারকা বলেছেন, ‘সত্যি বলতে অর্থ আমার জন্য কখনোই সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। এমনকি বার্সার সঙ্গে চুক্তির বিষয়ে কখনও কথাই হয়নি। বার্সা থেকে আমি একটি প্রস্তাব পেয়েছিলাম, তবে সেটি আনুষ্ঠানিক ছিল না। তখনও জানতাম না যে বার্সার আর্থিক জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব কিনা। যদিও লা লিগা পরে এসব বিষয়ে ছাড় দিয়েছে।’

মেসিকে দলে টানতে বার্সার আর্থিক জটিলতার বিষয়ে লা লিগা কর্তৃপক্ষ ছাড় দিলেও অন্য খেলোয়াড় বিক্রি করা এবং খেলোয়াড়দের বেতন কমানোর প্রয়োজন হতো ক্লাবটির। আর এমন অভিজ্ঞতার মধ্যে দ্বিতীয়বার যেতে আগ্রহী নন কিংবদন্তি মেসি। যা দুবছর আগে ঘটেছিল, এবং একরকম বাধ্য হয়েই মেসিকে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছিল।