ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে অনুশীলনেও নেমে গেছেন লিওনেল মেসি। আনুষ্ঠানিক পরিচিতি পর্ব সেরে ফেলেছেন রোববার। মৌসুমের প্রথম ম্যাচের জন্য এবার অনুশীলনে বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি মঙ্গলবার মিয়ামি সতীর্থদের সাথে পুরোদমে অনুশীলন করেছেন। স্থানীয় সময় সকাল ৯টায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে অনুশীলন করেন ৩৬ বর্ষী মহাতারকা।
বার্সেলোনার সাবেক স্পেনের মিডফিল্ডার সার্জিও বুসকেটস গত শনিবার মিয়ামির সাথে চুক্তি সেরেছেন। মিয়ামির খেলোয়াড়রা এ সময় মুখোমুখি দাঁড়িয়ে ‘টানেল’ তৈরি করে মেসি এবং বুসকেটসকে স্বাগত জানান। অনেকেই তাদের পিঠ চাপড়ে বাহবা দেন। সাবেক দুই সতীর্থকে খুব চনমনে দেখা যায়।

ক্লাবটির মালিক পক্ষের একজন জর্জ মাস বলেছেন, মেসিদের সাবেক সতীর্থ ‘জর্ডি আলবা বুধবার চুক্তি করবেন’ মিয়ামির সাথে।
মেজর লিগ সকারের ২৯ দলের মধ্যে ভালো অবস্থানে না থাকা মিয়ামি লিগ কাপ শুরু করবে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে। এলএম-১০ সে ম্যাচে নামবেন বলে খবর। মেসিদের কোচ টাটা মার্টিনো ভক্তদের ধৈর্য ধারণ করতে বলেছেন। এ সময়ে মেসি ফিটনেসে গুরুত্ব দেবেন।







