কোপা আমেরিকায় সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে তিন জয়ে গ্রুপসেরা হয়। শেষ ম্যাচে চোটের কারণে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালে খেলতে নামার আগে আলবিসেলেস্তেদের অনুশীলনে ফিরেছেন মহাতারকা। তবে সেরা একাদশ থাকবেন কিনা সেটি নিয়ে সন্দেহে কোচ লিওনেল স্কালোনি।
প্রথম কোয়ার্টারে ৫ জুলাই আর্জেন্টিনাকে মোকাবিলা করবে ইকুয়েডর। হিউস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। জিতলে সেমিফাইনাল, শিরোপা থেকে দুকদম দূরে।
আলবিসেলেস্তেদের অধিনায়ক ডানপায়ের স্ট্রেইন চোট থেকে দ্রুত সেরে উঠছেন। টিওয়াইসি স্পোর্টস বলছে, খানিকটা সেরে ওঠায় অনুশীলনে নেমেছেন। ভিডিওতে দেখা গেছে, মেসি বলে কিক নিচ্ছেন, ওয়ার্মআপ ও স্বাভাবিক অনুশীলন করছেন।
মেসির বর্তমান অবস্থা দেখে আশা পাচ্ছেন কোচ স্কালোনি। মেসিকে দলে রাখার জন্য শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। শুরুতে অথবা দ্বিতীয়ার্ধেও যদি নামানো যায় সেই চেষ্টা তার। মেসি অল্প সময় খেলতে পারলে প্রথম থেকে নেমে ডি মারিয়া পুরোটা সময় খেলবেন বলে আভাস।








