চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডি মারিয়া-পারেদেসকে নিয়ে বার্সায় যেতে চান মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে জোর আলোচনা চলছে কাতালুনিয়ায়। বার্সা ক্লাব কর্তৃপক্ষ মেসিকে ফেরাতে চাইলেও আর্থিক সংকট প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের। তার আগে অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসকে মেসি বার্সায় চান, এমনটাই খবর সংবাদমাধ্যমের।

এল ন্যাসিওনেলের খবর, বার্সেলোনা ম্যানেজার জাভি হার্নান্দেজ ৩৫ বর্ষী মেসিকে দলে ফেরাতে আগ্রহী। এ মৌসুমে বার্সা ছেড়েছেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবাও। এজন্য মেসি তার সতীর্থ বিশ্বকাপজয়ী ৩৫বর্ষী ডি মারিয়া ও ২৮বর্ষী পারেদেসকে বার্সায় চুক্তি করার জন্য অনুরোধ করেছেন।

গত মৌসুমে ডি মারিয়া এক বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে গেলেও মৌসুম শেষে নতুন করে চুক্তিতে যাচ্ছেন না। লিয়ান্দ্রো পারেদেস এক বছরের জন্য ধারে জুভেন্টাসে গেলেও মেসি চুক্তি বাড়াচ্ছেন না বলে তার মূল ক্লাব পিএসজিতে ফিরতে চান না।

এলএম১০ ফরাসি জায়ান্টদের সাথে চুক্তি বাড়াচ্ছেন না সে সিদ্ধান্ত আগেই নিয়েছেন। এজন্য মেসিই নাকি চান ন্যু ক্যাম্পের মাঝমাঠ ও উইংয়ে তার দুই স্বদেশী আসুক।

৩৬ বছর পর কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের। ফাইনালে গুরুত্বপূর্ণ একটি গোলও করেছিলেন ডি মারিয়া। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন পারেদেস।