চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাতারই হবে আমার শেষ বিশ্বকাপ: মেসি

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে মাস দেড়েক বাকি। টুর্নামেন্ট শুরুর আগে বড় খবর দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক জানিয়ে দিয়েছেন, কাতার আসরটিই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

স্বদেশি সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ মঞ্চে কাতারের পর আর দেখা যাবে না তাকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ভবিষ্যৎ বিষয়ক প্রশ্নটা ছিল, ‘এটাই কি শেষ বিশ্বকাপ?’ মেসির পরিষ্কার জবাব, ‘হ্যাঁ, এটাই শেষ বিশ্বকাপ হবে।’

কাতারে শিরোপার অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা এবং ইতালির বিপক্ষে ‘ফিনালিস্সিমা’ জেতা আলবিসেলেস্তেরা টানা ৩৫ ম্যাচে অপরাজিত। স্বপ্ন দেখছে আরও বড় কিছুর।

এলএম টেন স্বীকার করেছেন তিনি বিশ্বকাপের জন্য অপেক্ষা করছেন এবং ট্রফির জন্য লড়াই করবেন। দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ভালোই রয়েছে, মত মেসির।

‘আমি বিশ্বকাপ পর্যন্ত দিন গণনা করছি। হ্যাঁ, এটা সত্য, কিছুটা উদ্বেগ রয়েছে। কারণ আমরা খেলার জন্য অপেক্ষা করতে পারি না। অন্যদিকে, টুর্নামেন্ট সামনে রেখে একটি নির্দিষ্ট উত্তেজনা আছে। আমরা একটি খুব ভালো মুহূর্তে আছি।’

সি-গ্রুপে প্রতিপক্ষ হিসেবে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডকে পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির মতে তার গ্রুপটি শক্তিশালী।

‘বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। ম্যাচগুলো খুব কঠিন হবে। একটি বিশ্বকাপ সবসময় বিশেষ। কারণ ফেভারিটরা সবসময় জিততে পারে না বা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে না। তবে ঐতিহাসিক কারণে আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার।’