বিশ্বকাপ জিতেছেন মাসদেড়েক আগে। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে অসংখ্য অর্জন। মহাতারকার আসনে বসেছেন বহু আগেই। বিশ্বজুড়ে জনপ্রিয়তার পারদ চড়া। এতকিছুর পরও পা মাটিতে রাখতেই পছন্দ করেন। খুব সাধারণ জীবনযাপন পছন্দ লিওনেল মেসির।
বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়ে বলেছেন মেসি। প্রসঙ্গে আসে জীবনযাপনও। প্রশ্ন ছিল- আপনি বিশ্বের একজন আলোচিত মানুষ। আপনি রাজনীতিবিদ বা বিজ্ঞানী নন, তবুও মানুষ মেসিকে দেখতে চায়। মানুষ জানতে চায় জীবনযাপন সম্পর্কে।
মেসির উত্তর ছিল, ‘আমি সর্বদা স্বাভাবিক থাকার চেষ্টা করি। সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। জীবনের ছোট ছোট জিনিসগুলো উপভোগ করতে পারা আমাকে আনন্দ দেয়। আমার পরিবার, আমার সন্তান, আমার আনন্দের উপলক্ষ।’
‘পরিচিত হওয়ার জন্য কিংবা স্বীকৃতি পাওয়ার জন্য কখনও চেষ্টা করিনি। সবসময় নিজের মতো থাকা এবং স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেছি। মনে করি, একইভাবে আমার পরিবারকেও তৈরি করেছি।’

‘এটা সত্য আমি পরিচিত। আমার কাছে যারা অটোগ্রাফ অথবা ছবি চায়, সর্বদা তাদের মতোই বেঁচে থাকার চেষ্টা করি। খুবই স্বাভাবিকভাবে।’