এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। চোটে পড়ে গ্রুপপর্বে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে না খেলা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে আছে নানা শঙ্কায়। সেই শঙ্কা কেটে গেছে, জানাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দেশটির সংবাদমাধ্যম।
সুখবর দিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তাদের খবর, শুক্রবার সকালে মেসিকে নিয়েই সেরা একাদশ সাজাবেন কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবার থেকে অনুশীলন করছেন মেসি এবং এটা তাকে সেরা একাদশে নামার ভালো সুযোগ করে দিয়েছে। যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে মাঠে দেখা যাবে ৩৭ বর্ষী মহাতারকাকে।
শুক্রবার কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। টেক্সাসে এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।
সংবাদমাধ্যমটি আর্জেন্টিনার ফর্মেশনের কথাও জানিয়েছে। স্কালোনি ইকুয়েডরের বিপক্ষে ৪-৪-২ ফর্মে খেলাবেন। প্রাথমিক হিসাব ছিল অ্যাঙ্গেল ডি মারিয়া সেরা একাদশে থাকবেন। অনুশীলন অনুযায়ী প্রথমে তাকে বেঞ্চ থেকে শুরু করতে হবে।
সেন্ট্রাল মিডফিল্ডে এনজো ফের্নান্দেসের জায়গা নেবেন ম্যাক অ্যালিস্টার, অন্যপাশে খেলবেন রদ্রিগো ডে পল। সেন্টার ফরোয়ার্ডের জায়গায় জুলিয়ান আলভারেজের পরিবর্তে লৌতারো মার্টিনেজ খেলবেন। দ্বিতীয়ার্ধে আলভারেজকে দেখা যেতে পারে।








