চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি

লিওনেল মেসির বয়স হয়ে গেছে ৩৪। জোর আলোচনা, কাতারেই মেসিকে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে। মেসি নিজে অবশ্য তেমনকিছু ভাবছেন না। ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বাতিল করে দিচ্ছেন না তিনি।

‘প্রথমে এই বিশ্বকাপ শেষ করব, তারপর দেখব। অনেককিছুই ঘটতে পারে। এবারের বিশ্বকাপের পর আমি নিজের ভবিষ্যৎ নিয়ে অনেককিছু নতুন করে ভাববো।’

গত বছর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা জার্সিতে প্রথম কোনো শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন মেসি। এবার কাতার বিশ্বকাপে ট্রফি জয়ে চোখ আলবিসেলেস্তে মহাতারকার। এরমাঝেই বললেন কাতারের পরের বিশ্ব আসরেও রাখছেন রাডার!

২০২৬ বিশ্বকাপ নিয়ে কোন ভাবনায় নিমগ্ন হবেন মেসি, তা আপাতত সময়ের হাতেই থাকছে। তবে কাতার বিশ্বকাপ নিয়ে ভাবনা আড়াল করছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

গ্রুপ সি-তে সৌদি আরব, পোল্যান্ড এবং মেক্সিকোকে পেয়েছে আর্জেন্টিনা। সহজ প্রতিপক্ষ পেলেও আলবিসেলেস্তেদের সম্ভাবনা সম্পর্কে কথা বলতে গিয়ে বেশ সাবধানী তিনি, ‘এখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই। পুরো বিশ্বকাপটাই কঠিন হতে চলেছে।’

হৃদরোগে আক্রান্তের জেরে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত বছরের ডিসেম্বরে অবসরে যেতে হয়েছে সার্জিও আগুয়েরোকে। বন্ধুকে বিশ্বকাপ মঞ্চে না পাওয়ার বেদনা মেসিকে প্রতিনিয়তই পুড়িয়ে চলেছে।

‘আমি সবকিছুতেই আগুয়েরোকে মিস করি। সারাদিন তার পাশে ছিলাম। আমরা একসাথে ঘুম থেকে উঠতাম এবং একসাথে ঘুমাতে যেতাম। আমি তাকে মিস করি।’