চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

সাউথ এশিয়ার বিশ্বকাপখ্যাত ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ড্র হয়ে গেল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাফে নতুন যুক্ত হওয়া দল লেবানন।

বুধবার দিল্লিতে সাফের ড্রয়ে বাংলাদেশের গ্রুপে আরও পড়েছে মালদ্বীপ ও ভুটান। ‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক ভারত। তাদের গ্রুপে রয়েছে সাফে নতুন যুক্ত হওয়া কুয়েত, আছে নেপাল ও পাকিস্তান।

সাফে অংশ নিতে চলা দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে তারা ৯৯তম স্থানে। আরেক অতিথি দল কুয়েতের ফিফা র‌্যাঙ্কিং ১৪৩।

এছাড়া ভারত ১০১তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম ও পাকিস্তান ১৯৫তম স্থানে আছে।

দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসারি সেমিফাইনালে অংশ নেবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে। সাফের ১৪তম আসর আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়ে ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।