ধর্ষণের একাধিক অভিযোগে ম্যানচেস্টার সিটিতে ক্যারিয়ার শেষ হয়েছিল বেঞ্জামিন মেন্ডির। দুবছর ধরে চলতে থাকা এসব মামলার কারণে ছিলেন ফুটবলের বাইরে। সম্প্রতি সকল অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ফরাসি ডিফেন্ডার। এরপর ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব লরিয়েন্টে যোগ দিলেন মেন্ডি।
ম্যানসিটির সঙ্গে চুক্তি বাতিলের পর এতদিন ফ্রি-এজেন্ট ছিলেন মেন্ডি। ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে দলে টেনেছে লরিয়েন্ট। ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ২০২৫ সাল পর্যন্ত। বিবৃতিতে ফরাসি ক্লাবটি জানিয়েছে।
২০২১ সালের আগস্টে ধর্ষণ মামলায় জড়ালে মেন্ডিকে হেফাজতে নেয় পুলিশ। পরে ২৯ বর্ষী লেফটব্যাকের সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানসিটি। ২০১৭ সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। ৭৫ ম্যাচ খেলেছেন সিটিতে। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি।
গত ১৫ তারিখে ধর্ষণের সকল অভিযোগ থেকে মুক্তি পান মেন্ডি। নির্দোষ রায় শোনার পর নিজেকে ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন আদালত চত্বরেই।







