এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে শুক্রবার একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধপ্রবণ অঞ্চলের শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।
শনিবার (১৬ আগস্ট) হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কর্মকর্তারা জানান, সম্প্রতি আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠকের সময় চিঠিটি পুতিনের হাতে তুলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে, স্লোভেনীয় বংশোদ্ভূত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই সফরে অংশ নেননি।
চিঠির বিষয়বস্তু প্রকাশ না করলেও তারা জানিয়েছেন, এতে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের ফলে শিশুদের অপহরণ এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাশিয়া কর্তৃক ইউক্রেনীয় শিশুদের আটক এবং তাদের রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে স্থানান্তর একটি অতি স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যু। ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এটি জাতিসংঘের সংজ্ঞা অনুসারে গণহত্যার পর্যায়ে পড়তে পারে এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।
রাশিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা যুদ্ধক্ষেত্র থেকে অনাথ ও দুর্বল শিশুদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যানুযায়ী, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে লক্ষ লক্ষ ইউক্রেনীয় শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
উল্লেখ্য, আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ও পুতিন ইউক্রেন ইস্যুতে আলোচনায় অংশ নিলেও কোনও যুদ্ধবিরতি বা শান্তিচুক্তিতে উপনীত হতে পারেননি তারা।







