একমঞ্চে নগরবাউল-আর্টসেল, বিশেষ আকর্ষণ প্রিন্স মাহমুদ
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত হবে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’
গেল বছরে ব্যাপক সফলতার পর টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’। সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস-এর আয়োজনে আবারও একসঙ্গে মঞ্চ কাঁপাবে দেশ সেরা ব্যান্ডগুলো।
আয়োজকরা জানিয়েছে, আসছে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বসুন্ধরার আইসিসিবি নবরাত্রি হলে হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’। যেখানে একই মঞ্চে পারফর্ম করবে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ-এর মতো জনপ্রিয় রক ব্যান্ডগুলো।
আয়োজকরা বলছেন, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এই কনসার্ট। ইভেন্টের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
এক সংবাদবিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, কনসার্টে প্রায় ৫ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন তারা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। কনসার্টের টিকিট পাওয়া যাবে গেটসেটরক.কম এ।
বিজ্ঞাপন