ক্লেরমন্ট ফুটের বিপক্ষে আজ বাংলাদেশ রাত ১টায় ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি। মেসি-নেইমার-রামোসরা স্কোয়াডে থাকলেও সেখানে কাইলিয়ান এমবাপের নাম নেই।
রিয়ালে যাওয়ার সকল সম্ভাবনা যখন উন্মুক্ত, নাটকীয়ভাবে প্যারিসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কাইলিয়ান এমবাপে। অথচ তিনি মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন না।

তারকা ফরোয়ার্ডের কুঁচকির ইনজুরিতে পড়ার বিষয়টি জানিয়ে বিবৃতিতে পিএসজি বলেছে, ‘সংযোজক পেশীতে ব্যথার কারণে কাইলিয়ান এমবাপে ট্রেনিং সেন্টারে চিকিৎসা অব্যাহত রাখবেন। ৭২ ঘণ্টার মধ্যে আরও তথ্য দেয়া হবে।’
বিজ্ঞাপন
গত ৩১ জুলাই নঁতেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে মৌসুমের প্রথম শিরোপা উঁচিয়ে ধরে পিএসজি। সেই ম্যাচেও খেলতে পারেননি এমবাপে।