মাদাম তুসো জাদুঘরের দরজা ঠেলে ঢুকতেই চমকে উঠলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। কারণ বিশ্বজয়ী তারকার সামনে দাঁড়ানো আরেকজন এমবাপে। অবশ্য জীবন্ত নন, মোমের। নিজের প্রতিকৃতি দেখে চমকে ওঠার পর তিনি বলেন- হ্যান্ডসাম।
মোমের মূর্তি দেখার সময় একটি ভিডিওতে দেখা যায় এমবাপের প্রতিক্রিয়া, যেখানে স্বগোতিক্তে বলন, ‘ওহ, অসাধারণ। ফ্রান্সের নতুন জার্সিও আছে। এমনকি নতুন বুটও এতে স্থান পেয়েছে। এটা আমি। আমার এটা ভালো লেগেছে।’
‘অসাধারণ, হ্যান্ডসাম। আরে! তোমরা তো সবকিছুই পেয়েছ দেখা যাচ্ছে… হ্যাঁ, এটাই আমি…। একেবারে নিখুঁতভাবে কাজ করেছো।’
মাদাম তুসোয় নিজেকে দেখে এমবাপে বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি অর্জন। মাদাম তুসো পরিবারের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি সত্যিই খুশি এমনকি আপনারা দেখার পরও এমন হবে। এটা অসাধারণ। এখানে আসতে পেরে আমি গর্বিত। অনেক বড় একটি দিন আমার জন্য।’
‘শহরে ঘুরতে আমি পছন্দ করি। কিছুটা শহুরে সংস্কৃতি দেখতে ভালো লাগে। লন্ডন পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে অন্যতম একটি।’








