চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারীর অগ্রযাত্রা হোক বাধাহীন: ড. সীমা হামিদ

হামিদ স্পোর্টস একাডেমির পরিচালক ও ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সীমা হামিদ বলেছেন, নারীর অগ্রযাত্রা হোক বাধাহীন। নিজের ঘর থেকে কর্মস্থান বা খেলার মাঠ সব জায়গাতে নারীকে এগিয়ে আসতে হবে এবং তার জন্য সবার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে।

নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৩ (বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সীমা হামিদ এসব কথা বলেন।

সীমা হামিদ বলেন, আমাদের মাটি বেগম রোকেয়াদের মাটি। আমাদের মাটি সুলতানা কামালের মাটি। এদেশের মাটি থেকে আকাশ- কোথাও আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে পিছিয়ে থাকবে না। বঙ্গবন্ধুও এমন স্বপ্নই সারাজীবন লালন করেছেন। একটি সমতাভিত্তিক সোনার বাংলা গড়ার স্বপ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, খেলাধুলা সুস্থ সুন্দর জীবন গঠনের ক্ষমতা রাখে। খেলার মাঠ এমন একটি জায়গা যেখানে সবাই সমান। খেলার মাঠ থেকেই তৈরি হয় নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাস। খেলাধুলা সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় দারুণ কার্যকর ভূমিকা রাখে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে ড. সীমা বলেন, তোমাদের সুস্থ বিকাশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে হামিদ স্পোর্টস একাডেমি। এটা তোমাদের প্ল্যাটফর্ম, তোমাদের জন্য গড়া প্ল্যাটফর্ম। আশা করি তোমার হামিদ স্পোর্টস একাডেমির হাত ধরে নিজেদের জীবনে খেলাধুলার চর্চা ওবিকাশ ঘটিয়ে সকল কূপমণ্ডূকতা হটিয়ে সমাজে নিজেদের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

সোমবার থেকে কেরানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নসরুল হামিদ স্কুল ও কলেজ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৩ (বালিকা)।