মোটা অঙ্কের টাকা না পেয়ে শিশুকে হত্যা পর মাটিচাপা
শরীয়তপুর সদরের শিশু কানন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় খান নিবিড়কে সোমবার বিকেল ৪টায় অপহরণ করে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবীর আগেই শিশুকে হত্যা করে মাটিচাপা দেয় অপহরণকারীরা। হৃদয় খান নিবিড় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের খিলগাঁও গ্রামের মনির হোসেন খানের ছেলে। এ বিষয়ে শিশু নিবিড়ের দাদা মমিন খান পালং মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গভীররাতে প্রথমে একজন ও তার দেয়া তথ্যমতে পর্যায়ক্রমে আরও তিনজনকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন