চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করল মাশরাফীর সিলেট

খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করায় প্লে-অফে বাড়তি সুবিধা পাবে দলটি।

১২ ম্যাচে ৯ জয় সিলেটের। ১৮ পয়েন্ট দলটির। প্রথম কোয়ালিফায়ারে মাশরাফীর দলের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।

Bkash July

বুধবার মিরপুরে দুপুরের ম্যাচে সিলেটকে নেতৃত্ব দেন চোটে থাকা মাশরাফী। তবে বোলিং করতে পারেননি এ পেসার। তারপরও লড়াই করার পুঁজি তুলতে পারেনি খুলনা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১১৩ রান।

মাহমুদুল হাসান জয় ৪১ ও নাহিদুল ইসলাম করেন ২১ রান। সিলেটের পেসার তানজিম হাসান সাকিব ৩টি, রুবেল হোসেন ও ইমাদ ওয়াসিম নেন ২টি করে উইকেট।

Reneta June

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানে ২ উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও মুশফিকুর রহিম ৯০ রানে জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের কাছে। ফিফটি পূর্ণ করে দলীয় ১০০ রানে আউট হন জাকির। ৪৬ বলে ৫০ রান করেন ৫টি চার ও এক ছক্কায়।

পরের ওভারে ৩৫ বলে ৩৯ করে রান আউট হন মুশফিক। রায়ান বুর্ল ১২ ও গুলবাদিন নাইব ২ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন ১৭.৩ ওভারে। হাসান মুরাদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাহিদুল নেন একটি করে উইকেট।

Labaid
BSH
Bellow Post-Green View