নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভীষণ মর্মাহত মাশরাফী বিন মোর্ত্তজা। ‘সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে মেলাতে পারছি না’ বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এলাকাবাসীকে জেলাটির হাজার বছরের ঐতিহ্য-সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ পোস্টে নড়াইল জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে বলেছেন মাশরাফী।





