চিনির সরবরাহ এখনও স্বাভাবিক নয়। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে আটার ঘাটতি। সপ্তাহের ব্যবধানে আটার দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়ে গেছে। শীতের আগমনীতে মুলা, আলু পেপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার বেশি। সব চেয়ে বেশি বিক্রি হওয়া চাল বিআর-২৮ এর দাম ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে।






