চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কর্মীদের প্রশ্নের মুখে মার্ক জাকারবার্গ

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় কর্মীদের প্রশ্নের মুখে মেটা কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ।

শুক্রবার ১৭ মার্চ দ্যা ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনে জানানো হয়, ‘কার্যক্ষমতা বছরে’র অংশ হিসেবে ১৪ মার্চ জুকারবার্গ তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মেটা। এই ঘোষণার পর এক বৈঠকে মেটা কর্মীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় জুকারবার্গকে।

Bkash July

সেই পোস্টের ধারাবাহিকতায় ১৬ মার্চ তার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি বৈঠকে মেটার আগামী দিনের কর্ম পরিকল্পনা ও কৌশল সম্পর্কে আলোচনা করেন।

দ্বিতীয় দফা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর মেটার ওপর কর্মীদের বিশ্বাস নিয়ে প্রশ্নের জবাবে জুকারবার্গ বলেন, প্রতিষ্ঠানের কর্মক্ষমতা এবং লক্ষ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রতিষ্ঠানের প্রধানদের তাদের চিন্তাভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে।

Reneta June

জুকারবার্গ আরও বলেন, আমি সিদ্ধান্ত নেব আমার কর্মীরা কতটুকু আমার প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস করেন এবং এই প্রতিষ্ঠানে তারা কেমন কাজ করছে তার ভিত্তিতে।

দ্বিতীয় দফা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা কর্মীদের মানসিক স্বস্তিতে নেচিবাচক প্রভাব ফেলছে এর দায় স্বীকার করে জুকারবার্গ বলেন, হঠাৎ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অনেকের মধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই উদ্বেগ আমার কাজের বিরতির কারণ হবে না।

সূত্র: এনডিটিভি

ISCREEN
BSH
Bellow Post-Green View