খেলোয়াড় ও কোচ হিসেবে ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ জিতেছিলেন মারিও জাগালো। ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তি মর্যাদা পাওয়া সেই জাগালো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।
সাবেক ফুটবলারের নিজস্ব অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে বিবৃতি দিয়ে শুক্রবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল প্রথমবার ১৯৫৮ সালে বিশ্বকাপ জেতে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এরপর ১৯৭০ সালের বিশ্বকাপে সেলেসাওদের কোচ হয়ে আসেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার দলটি জিতে নেয় নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে ওই সময় প্রথমবার ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই কিংবদন্তি। ১৯৯৪ সালের বিশ্বকাপে তিনি ছিলেন ব্রাজিলের সহকারী কোচের ভূমিকায়। সেবার চতুর্থ বিশ্বজয় করে হলুদ জার্সিধারীরা।
১৯৯২ সালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটির সর্বোচ্চ খেতাব ‘ফিফা অর্ডার অব মেরিট’ সম্মাননা পান তিনি। ২০১৩ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের দৃষ্টিতে তাকে মনোনীত করা হয় সর্বকালের নবম সেরা কোচ হিসেবে।
১৯৫৮ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের একমাত্র জীবিত সদস্য হিসেবে এতদিন বেঁচে ছিলেন জাগালো। ফুটবল বিশ্বে ব্রাজিলের অন্যতম বড় শক্তি দল হিসেবে গড়ে উঠার পিছনে তার দারুণ ভূমিকা ছিল।







