চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চীনের প্রেসিডেন্টের আশঙ্কায় কোভিড প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি

নতুন বছরের ছুটিতে চীনের নাগরিকদের গ্রামে যাওয়া নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশঙ্কা প্রকাশ করার পর দেশটির ওষুধ প্রস্তুতকারীরা কোভিড-১৯ এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং জ্বর-প্রতিরোধী ওষুধ তৈরির মাত্রা বৃদ্ধি করেছে।

শিং আশঙ্কা করছেন, ছুটির সময়ে দেশটির গ্রাম অঞ্চলে কোভিডের প্রাদুর্ভাব অতিমাত্রায় বৃদ্ধি পাবে।

Bkash July

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে  চীনের ওষুধ প্রস্তুতকারীরা মূলত জ্বর এবং কাশির ওষুধ তৈরির জন্য তাদের ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটির পূর্বাভাস অনুসারে, নববর্ষের ছুটিতে ভ্রমণের মাত্রা বাড়তে থাকায় এই রোগে প্রতিদিন ৩৬০০০ জন মারা যেতে পারে।

Reneta June

এদিকে চীন সম্প্রতি জানিয়েছিল, ৪ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে কোভিডে প্রায় ৬০,০০০ মানুষ হাসপাতালে মারা গেছে, যা পুর্বের তুলনায় প্রায় দশগুণ বেশি।

হংকংয়ের একজন এপিডেমিওলজিস্ট বেন কাউলিং বলেছেন, আমরা অনুমান করতে পারি যে, এখন পর্যন্ত কোভিডের সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সম্ভবত সংখ্যাটি ৬০ হাজার নয় বরং ৬ লক্ষেরও বেশি।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যায়।

অন্যদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে স্থানীয় নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড় বড় শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক অভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে।

 

Labaid
BSH
Bellow Post-Green View