চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড় হারের পর খেলোয়াড়দের শাস্তি দিলেন টেন হাগ

লিভারপুলের বিপক্ষে ৭ গোল হজম করা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সংবাদ সম্মেলনে এসে খেলোয়াড়দের পারফরম্যান্সকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলার পরও ক্ষান্ত হননি। খেলোয়াড়দের শাস্তির আওতায়ই আনলেন ৫৩ বর্ষী কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার লিভারপুলের কাছে ৭-০ ব্যবধানে হেরেছে ইউনাইটেড। রেড ডেভিলদের গত কয়েক দশকে সবচেয়ে বড় হার এটি। ১৯২৬ সালে ব্ল্যাকবার্ন রোভার্স, ১৯৩০ সালে অ্যাস্টন ভিলা ও ১৯৩১ সালে উলভারহ্যাম্পটনের সঙ্গে একই ব্যবধানে হেরেছিল ক্লাবটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদন, অলরেডদের বিপক্ষে সাত গোল হজমের পরেরদিন ইউনাইটেড বস খেলোয়াড়দের চুপচাপ বসে থাকতে বলেন। তারপর ড্রেসিংরুমে লিভারপুলের আনন্দময় উদযাপনের অডিও শুনতে বাধ্য করেন।

ক্ষিপ্ত টেন হাগ সতর্ক করেন, ভবিষ্যতে খেলোয়াড়দের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গেও প্রশিক্ষণ নিতে হতে পারে। একইসঙ্গে তাদের দলের ক্রীড়া মনোবিজ্ঞানী রেইনিয়ার কোয়ার্সের সঙ্গে নিজেদের ভালোর জন্য বেশি করে সেশন করানো হবে।

আগেও ইউনাইটেড কোচ আগস্টে ব্রেন্টফোর্ডের সঙ্গে ৪-০ গোলে পরাজয়ের পর খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ১৪ কিলোমিটার দৌড়াতে বাধ্য করেছিলেন।

২০১৬ থেকে এপর্যন্ত লিভারপুলের বিপক্ষে একটিও জয় না পাওয়া ইউনাইটেড বস ম্যাচের পরও ক্ষোভ ঝেড়েছিলেন। বলেছিলেন, ‘এটা আমাদের মানের সঙ্গে যায় না। দল হিসেবে খেলতে পারিনি, অপেশাদারিত্ব ছিল। অবশ্যই রেগে আছি। এমন খেলায় অবাক হয়েছি। কারণ গত সপ্তাহ এবং মাসে এই দলের ভেতর আমি স্থিতিশীলতা ও জয়ের মনোভাব দেখেছিলাম।’