চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গার্দিওলার অধীনে সব জিততে চান হালান্ড

নরওয়েজিয়ান ‘বিস্ময়’ আর্লিং হালান্ড এখন ম্যানচেস্টার সিটির। রিয়াল, বার্সেলোনা ও বায়ার্নের মতো সব ইউরোপিয়ান ক্লাবকে পেছনে ফেলে পাঁচ বছরের জন্য ২১ বর্ষী তারকাকে পেয়েছে পেপ গার্দিওলার সিটি। সব অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার চুক্তিতে স্বাক্ষরও সেরে ফেলেছেন হালান্ড।

রোমাঞ্চ ছড়ানো দলবদলে নিজেও রোমাঞ্চিত বরুশিয়া থেকে আসা তারকা। স্কাই ব্লু জার্সিতে চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশের পর ক্লাবটির হয়ে নিজের চাওয়া-পাওয়ার কথা জানিয়েছেন। পছন্দের ইংলিশ ক্লাবে গার্দিওলার অধীনে জিততে চান সবকিছু, নিজেকে তুলতে চান সর্বোচ্চ স্থানে।

‘গোল করতে, শিরোপা জিততে এবং ফুটবলার হিসেবে নিজেকে উন্নত করতে চাই। আমি আত্মবিশ্বাসী, সিটির হয়ে সব করতে পারব। এটি আমার জন্য দুর্দান্ত এক পদক্ষেপ। প্রাক-মৌসুম শুরুর অপেক্ষার তর সইছে না। সিটি স্কোয়াডে বিশ্বমানের অনেক ফুটবলার আছেন এবং সবসময়ের সেরা কোচের তালিকায় অন্যতম একজন পেপ গার্দিওলা। বিশ্বাস করি লক্ষ্য পূরণ করতে সঠিক জায়গায় এসেছি।’

সিটিজেন স্ট্রাইকার হিসেবে প্রকাশ্যে আসার পর নিজেকে গর্বিতই মনে করছেন হালান্ড, ‘নিজের ও আমার পরিবারের জন্য এই দিনটি গর্বের। সবসময় ম্যানসিটিকে দেখে আসছি এবং সাম্প্রতিক মৌসুমগুলোতে পছন্দ করতে শুরু করেছি।’

২০২১ সালে সার্জিও আগুয়েরো সিটিজেনদের ডেরা ছাড়ার পর থেকে স্ট্রাইকার খরায় ছিল গার্দিওলার দল। মাঝে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনের উপর নজর রেখেছিল। সেখানে ব্যর্থ হওয়ায় হালান্ডে আগ্রহ দেখায়। দলবদলের নানা নাটকীয়তা এবং রোমাঞ্চের পর ইতিহাদে তাকে টানতে পেরেছে সিটি।

ডর্টমুন্ডে ৮৮ ম্যাচে ৮৫ গোল করা হালান্ডকে পেয়ে খুশি সিটি। নিজেদের নতুন তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে ক্লাব পরিচালক টজিকি বেগিরিস্টেন বলেছেন, ‘স্ট্রাইকার হিসেবে আর্লিংয়ের কাছে যা চাই তার সবটাই আছে। আমরা নিশ্চিত তিনি সিটি স্কোয়াডে ও নতুন পদ্ধতিতে মানিয়ে নেবেন।’

‘হালান্ড দুর্দান্ত উত্থান পেয়েছেন, তার বয়স এখন মাত্র ২১ বছর। সেরা বছরগুলো তার সামনে রয়েছে। আমরা আত্মবিশ্বাসী, তিনি গার্দিওলার অধীনে আরও ভালো কাজ করতে পারবেন।’