ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চার বছর ধরে চলা তদন্তে আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার কারণে পয়েন্ট কাটা, বড় জরিমানাসহ লিগে অবনমনের ঝুঁকিও আছে সিটিজেনদের।
ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর, ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক খাতগুলোতে লেনদেনে অমিল পাওয়া গেছে ম্যানসিটির।
আর্থিক অবস্থানের স্বচ্ছতা প্রমাণে ব্যর্থ হয়েছে সিটি। ম্যানেজার ও খেলোয়াড়দের বেতনের বিষয়েও সুস্পষ্ট বিবরণ দিতে ব্যর্থ হয়েছে। এমনকি তদন্তের কাজে সহায়তা না করারও অভিযোগও আনা হয়েছে।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুবছরের জন্য সিটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। ইংলিশ ক্লাবটির বিপক্ষে এবার সেই অভিযোগের প্রাথমিক প্রমাণ পেলো লিগ কর্তৃপক্ষও।

২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ম্যানচেস্টার সিটির মালিকানা কেনার পর টানা ৬ বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে সিটিজেনরা।