ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির সমর্থকরা কমিউনিটি শিল্ড ফাইনাল বর্জনের হুমকি দিয়েছে। ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে হতে যাওয়া ম্যাচের সময়সূচিতে গড়মিল হওয়ায় এমন হুমকি সিটিজেন সমর্থকদের।
সিটি সমর্থকদের দাবি, এবারের ফাইনালের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বিকাল সাড়ে পাঁচটায়, যা অপ্রয়োজনীয়। তারা মধ্যরাতের পর ঘরে ফিরতে চায়। এমনকি সিটেজেন সমর্থকদের জন্য স্টেডিয়াম হিসেবে ওয়েম্বলির উপযুক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা ।
সিটি সমর্থকরা বলছেন, ‘বিকাল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরুর সময় ম্যানচেস্টার থেকে ওয়েম্বলি গিয়ে পৌছানো কঠিন। অনেক সমর্থক এ সময় পৌঁছাতে পারবেন না।’
‘এ সময়সূচির ম্যাচ বর্জনের মাধ্যমে সমর্থকরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং আইটিভিকে দর্শকদের প্রভাব সম্পর্কে কড়া বার্তা দিতে চান। আমাদের সমন্বিত অনুপস্থিতি ভবিষ্যতে সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। সিটি সমর্থকদের জন্য ম্যাচটি বর্জন করা কঠিন, তবে এ পদক্ষেপ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনবে।’

‘আমরা অন্য সকল সমর্থকদের বলছি, যারা ম্যাচটি মাঠে বসে দেখতে চেয়েছেন তারা, ১০ পাউন্ড অথবা টিকিটের মূল্যের পরিমান অর্থ স্থানীয় দাতব্য সংস্থাকে দান করুন।’
প্রিমিয়ার লিগের ঐতিহ্য অনুযায়ী মৌসুম শুরু হওয়ার আগে কমিউনিটি শিল্ড ফাইনালে লড়ে চ্যাম্পিয়ন ও রানারআপ দল। আগামী ৬ আগস্ট ওয়েম্বলিতে গড়াবে ম্যাচটি। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে ম্যানসিটি, রানারআপ হয়েছে আর্সেনাল।







