চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্ট্যাটাস নিয়ে বিদ্রুপ, ক্ষুব্ধ নির্মাতার ধর্ম ছাড়ার ঘোষণা!

গেল বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতের চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াতসহ মোট ১৩ জনের। সেই মৃত্যুশোকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সহমর্মিতা জানিয়েছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গ। রাওয়াতের মৃত্যু নিয়ে বিদ্রুপকারীদের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নিজ ধর্ম ত্যাগের ঘোষণা দিলেন দক্ষিণ ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আলী আকবর।

ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত মৃত্যুর পর শোকপ্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক। সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই মজার স্মাইলি দেন। কটুক্তি করেন কেউ কেউ। আর তাতেই ক্ষুব্ধ হয়ে সস্ত্রীক ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণের ঘোষণা দিলেন এই নির্মাতা।

তার অভিযোগ, এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষই নাকি এই দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। ব্যঙ্গ বিদ্রুপ করছেন। এতেই মর্মাহত তিনি।

সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে আলী আকবর বলেন, ‘যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে মজা পান তারা দেশদ্রোহী। জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার জবাব। আমি দেশদ্রোহীদের সঙ্গে থাকতে পারব না।’

সস্ত্রীক ইসলাম ছেড়ে হিন্দুধর্ম গ্রহণের কথা ঘোষণা করলেও তিনি জানান,‘নিজেদের মেয়েদের কোনওভাবেই ধর্ম পরিবর্তনের জন্য জোর করবেন না তিনি। ইচ্ছানুসারে তারা ধর্মাচরণ করতে পারবে।’

পরিচালক নিজের নতুন নামও বেছে নিয়েছেন, তিনি জানিয়েছেন তার নাম হবে রামাসিমা। তার কথায়, ‘রামাসিমা এমন এক ব্যক্তি, যিনি নিজের সংস্কৃতিকে বাঁচাতে মৃত্যুবরণ করেছিলেন।’

বিপিন রাওয়াতকে নিয়ে আপত্তিকর প্রতিক্রিয়ার কারণে আলী আকবর ইতিমধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। -হিন্দুস্তান টাইমস