চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন,  বিএনপির আজকের সারাদেশের আটটি জায়গায় সমাবেশ ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরি করা।

আজ বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর আন্দরকিল্লা মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা বলেন।

Bkash July

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের দল। দিয়াশলাইয়ের কাঠিতে যেমন খোঁচা দিলে জ্বলে ওঠে, তেমনি আমাদের নেতাকর্মীদের একটা গুণ হল তারাও খোঁচা দিলে জ্বলে উঠে। বিএনপি আমাদের খোঁচা দিয়েছে, আমরা জ্বলে উঠেছি। আমরা রাজপথে নেমেছি। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া আমরা আর ঘরে ফিরে যাবো না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাছির উদ্দিন, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, আবদুচ ছালাম প্রমুখ ।

Labaid
BSH
Bellow Post-Green View