টি-টুয়েন্টি দলের নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফরে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহর পাশাপাশি মুশফিকুর রহিমকেও বিশ্রাম দেয়া হয়েছে। তাদের রাখা হচ্ছে না টি-টুয়েন্টি দলে।
শুক্রবার নির্বাচকদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তরুণদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
২০১৮ সালে সাকিব আল হাসান আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়ায় টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টানা চার বছরে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জয় ১৬টিতে। সাফল্যের হার ৩৮.০৯ শতাংশ।
সাকিব চোট কাটিয়ে ফেরার কিছুদিন পর এক বছরের জন্য নিষিদ্ধ হন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। পরে আর তাকে ফিরিয়ে দেয়া হয়নি অধিনায়কত্ব। বর্তমানে মাহমুদউল্লাহর অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ায় সাকিবকে টেস্টের পর টি-টুয়েন্টির সিংহাসন ফিরিয়ে দেয়ার আলোচনা শুরু হয়। পরীক্ষামূলকভাবে সোহানকে দায়িত্ব দেয়া হয়েছে। সামনের বড় দুটি আসরের আগেই সাকিবকে টি-টুয়েন্টির অধিনায়ক করা হতে পারে।







